চুয়াডাঙ্গার শ্মশানপাড়ায় আলোচিত মাদক ব্যবসায়ী মহিলালীগের রুপা অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার

0
145

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সদস্যরা এক নারী চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে রাইফেল, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে, জেলা মহিলালীগের সদস্য ও জীবননগর ইসলাম পাড়ার মিরাজুল ইসলামের স্ত্রী রুপা খাতুন(৩৫) ‘র শ্বশান পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।এ সময় রুপার বাড়ি থেকে পয়েন্ট ২২ মি:মি: রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, ৩টি মোবাইল, ২টি দেশীয় অস্ত্র (কিরিচ), ১টি হুক্কা এবং ৬টি মদের বোতল উদ্ধার করে।এছাড়া আলোচিত এই নারী রুপার বিরুদ্ধে নিজ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদকব্যবসা ও পতিতাবৃত্তির অভিযোগ ছিল।সম্প্রতি রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, নিজে একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকা সংবাদ প্রকাশিত হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আটককৃত আসামি রুপা এবং মালামাল সামগ্রী পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারশেন) হোসেন আলী জানান, এ ঘটনায় রুপার বিরুদ্ধে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here