চৌগাছায় ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়ে নারীর আত্মহত্যা

0
128

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি : যশোরের চৌগাছায় ঋতু বিশ্বাস (২২) নামে এক নারী ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পৌর শহরের পান্টিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পান্টিপাড়া গ্রামের শ্রী সুমন্ত বিশ্বাসের স্ত্রী।
মৃত ঋতু বিশ্বাসের স্বামী সুমন্ত বিশ্বাস বলেন, ঋতু আমার বড় বৌদির ছোট বোন। আমাদের বাড়ীতে আসা যাওয়ার সুবাদে তার সাথে আমার প্রেম হয়। বিষয়টি জানাজানি হলে উভয়ের পরিবারে সম্মতিতে গত ৩ অক্টোবর ২০২৪ সালে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের মাত্র ২৯ দিন পার হয়েছে। আমার বড় ভাই পাবনা জেলার বেড়া উপজেলার পৌর শহরের বনগ্রামের আনন্দ বিশ্বাসের সেজে মেয়েকে বিয়ে করেছে। আমার স্ত্রী ঋতু সবার ছোট। বৃহস্পতিবার স্ত্রী ঋতুকে নিয়ে আমার শ্বশুর বাড়ীতে যাওয়ার কথা ছিল। সকালে আমি ঋতুকে গোজগাজ করতে বললে সে তার বাবার বাড়ীতে যাবে না বলে। আমি জোর করলে এ নিয়ে তার সাথে আমার মনোমালিন্য হয়। পরে আমি তাকে দুপুরে শ্বশুর বাড়ী যাব গোজগাজ করতে বলে কাজে যায়। সেখানে মোবাইলে খবর পাই ঋতু ইঁদুর মারা গ্যাস বড়ি খেয়েছে। আমি বাড়ীতে এসে তাকে নিয়ে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে ভর্তি করে দেন। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেলে সে মারা যায়।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান ইমন বলেন, রোগীর অবস্থা আশঙ্খাজনক ছিলো আমরা ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর সে মারা যায়।
চৌগাছা থানার ওসির দায়িক্তে থাকা উপ-পরিদর্শক মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here