পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

0
148

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য লীজ ঘেরে অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লস্কর ইউপির বাউখোলা বদ্ধ জলমহলে গত ৩০ অক্টোবর রাতে। এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী ঘের মালিকের সার্বিক তথ্যাবধায়ক রনীউজ্জামান জানান, উপজেলার লস্কর ইউপির বাউখোলা বদ্ধ জলমহলটির জমি ইতিপূর্বে সরকার বাহাদুরের নিকট থেকে বিভিন্ন সময় এলাকার ভুমিহীনরা খাস বন্দোবস্ত গ্রহণ পূর্বক মৎস্য ও ধান্য চাষ করে জীবন ধারণ করে আসছে। বর্তমান সেটেলমেন্ট জরিপে ভুমিহীনদের নামে রেকর্ড গেজেট আকারে প্রকাশিত হয়েছে। উক্ত ভুমিহীনদের নিকট থেকে যৌথ ভাবে চাষ করার জন্য উপজেলার লতা গ্রামের আবু বকর মোড়লের পুত্র সেলিম জাহাঙ্গীর ডীড নিলে তার প্রতিনিধি হিসেবে আমি রনিউজ্জামান লীজ ঘেরটি দেখভালের দায়িত্ব পালন করে আসছি। গত ৩০ অক্টোবর রাত আনুমানিক নয়টায় লক্ষীখোলা গ্রামের আওয়ামী লীগ নেতা মৃত্যু ছদর উদ্দীন মোল্যার পুত্র সামরুল মোল্যা মোটর সাইকেল যোগে ৩০/৪০ জনের মত লোকজন নিয়ে আমার মৎস্য লীজ ঘেরে হামলা চালিয়ে বাসায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা লীজ ঘেরের বাসা পুড়িয়ে ভস্মীভূত করে এবং লীজ ঘেরের আসবাব পত্র ও মৎস্য লুটপাট করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আমি ও ঘেরে থাকা ওসমান প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের ব্যাপক মারপ করে ফোলা জখম করে এবং আমাদের তাড়িয়ে দেয়। আমরা ভয়ে কোন প্রতিবাদ করতে সাহস পায় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here