অভয়নগরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা পরিত্যক্ত পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
20

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহন নামে যাত্রীবাহী বাস রবিবার
সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে উল্টে যায়। এতে
নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। ঘটনার একদিন পর সোমবার (৪ নভেম্বর)
দুপুরে উদ্ধার অভিযান চলাকালে ওই পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার
করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
মাহবুবুর রহমান বলেন, গতকাল রবিবার সন্ধ্যায় খুলনাগামী এমকে পরিবহন ((ঢাকা
মেট্রো ব-১৪-৫৬৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের
সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পুকুরে উল্টে যায়। এতে
নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে
দেওয়া হয়।
তিনি আরো বলেন, সোমবার দুপুরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায়
ওই পুকুরে অভিয়ান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে বাসের সামনের অংশ
পুকুর থেকে উঠানোর পর অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহের সন্ধান মেলে।
মরদেহটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমকে পরিবহনের হেলপারের বলে প্রথমিক তদন্তে
মনে হয়েছে। তবে বাস মালিক আসলে সঠিক পরিচয় বলা যাবে। আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here