চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় পানিতে ডুবে
হুসাইন নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পৌর এলাকার
কংশারীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সোমবার দুপুর ২ টায় কপোতাক্ষ
নদের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত শিশুর প্রতিবেশি সাবেক কাউন্সিলর সাবিনা খাতুন জানান, এদিন
দুপুরে মহল্লার শিশুদের সাথে খেলতে খেলতে তারা কপেতাক্ষ পাড়ে যায়। এ সময়
তারা গোসল করতে নদের পানিতে নামলে শিশু হুসাইন পানিতে ডুবে যায়।
অন্য শিশুরা চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত নদের পানিতে নেমে তাকে উদ্ধার করে
চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন,
শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।