ফকিরহাটে ২০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

0
21

মেহেদী হাসান বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে ২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কাটাখালী মোড় হতে তাদের প্রেপ্তার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৫। মামলার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল উপজেলার কাটাখালী মোড়ের মাহেন্দ্র স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহজনক দুই ব্যক্তির শরীর তল্লাশী করে ২০০পিস ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবা বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামপালের পেড়িখালী গ্রামের মৃত শেখ আবু বক্করের ছেলে শেখ ফাকরুল ইসলাম (৪৮) ও নড়াইলের নড়াগাতি থানার ডর বল্লাহাটি গ্রামের মৃত সেকেন্দর আলী শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০) ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, প্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১০(ক) ধারার মামলা হয়েছে। ফকিরহাটকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলস কাজ করছে বলে তিনি জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here