মোংলায় শত বছরের পরত্যাক্ত খাল দখল, দুষনের বিরুদ্ধে প্রশাসনের উদ্ধার অভিযান

0
13

মোংলা প্রতিনিধি : মোংলায় শত বছরের পরিত্যাক্ত অবস্থায় থাকা শহরের প্রান কেন্দ্রের উপর দিয়ে বয়ে যাওয়া ঠাকুরানীর খাল দখল ও দুষনের বিরুদ্ধে উদ্ধার অভিযান শুরু করেছে পৌর ও উপজেলা প্রশাসন। শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১২ টার দিকে শহরের গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করে খালের ময়লা আবর্জনা ও দুই পাড়ের দখলদারের কবল থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।
পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,
মোংলা পোর্ট পৌরসভার শহরের প্রাণকেন্দ্র মাদ্রাসা রোডের শুরুতেই শত বছরের সরকারী রেকর্ডিয় প্রবাহমান ঠাকুররানী খাল। এ খাল শহরকে পানির প্লাবন থেকে রক্ষায় পৌর কর্তৃপক্ষ প্রায় একযুগ আগে স্লুইচ গেট নির্মাণ করে। এতে শহরে পানি প্রবেশ বন্ধ হলেও খালটির প্রবাহমান না থাকায় পলি পড়ে ভরাট হয়ে এর নাব্যতা হারিয়েছে। এতে পানি নামতর না পারাঢ বৃষ্টির সময় শহর এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ময়লার স্তুুপে দুর্গন্ধ আর মশা মাছির উৎপাতসহ পরিবেশ দূষণের কবলে পড়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মধ্যে ডেঙ্গু সহ বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে অনেকেই। এছাড়া দখল করে খালের দুই পাড়ে গড়ে উঠেছে অসংঙ্খ কাচাঁ-পাকা স্থাপনা।
তাই এ খালটি উদ্ধারের উদ্দ্যোগ নেয় উপজেলা ও পৌর কর্তৃপক্ষ। শুক্রবান দুপুর ১২ টার দিকে গার্লস স্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু করে মোংলা আন্তজার্তিক ঘষিয়াখালী নৌ-চ্যানেল পর্যন্ত খালটির প্রায় ১০ কিলোমিটার পরিষ্কারে কাজ শুরু করে। এর সহযোগিতা করছে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিন, উপজেলা ও পৌর প্রশাসন,
ময়লা বহনকারী ট্রাক ও গাড়ী সহ বিভিন্ন সরঞ্জাম।
এলাকাবাসী খালটি সহ শহরে আরো ৪টি খালের দুষন ও দখল মুক্তের মধ্য দিয়ে প্রবাহ ফিরিয়ে আনার দাবী জানায় পৌ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে। খালটির গার্লস স্কুলের সামনে থেকে পুর্ব পাশ সম্পুর্ন বন্ধ হয়ে গেছে। সরকারী রের্ডিয় খালটি ইতিপুর্বে অনেকেই পাকা ভবন নির্মান করে দখল করে রেখেছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন জানায়, পৌর শহরের মধ্যদিয়ে প্রবাহমান খালটি দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পরেছিল। তাই খালটি সহ শহরের সকল খালের দখল, দুষন ও পরিস্কার পরিছন্ন অভিযান শুরু করা হেয়েছে। যতদিন পানির প্রবাহমান ফিড়ে না আসে, ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যারা খালের দুই পাশ বা মাথার অংশ দখল করে রেখেছে অচিরেই তাদের বিরুদ্ধেও দখল উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দ্রুত সময়ের মধ্যে দখল, দুষন ও জলাবদ্ধতা নিরসন করে পানির প্রবাহ ফিড়িয়ে আনা সহ পৌরবাসীর স্বাস্থ্য ঝুকি ও রোগ বালাই থেকে মুক্তি পাওয়ার দাবী পৌরবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here