যশোরে এবি পার্টির খুলনা বিভাগীয় রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

0
14

স্টাফ রিপোর্টার যশোর : আমার বাংলাদেশ পার্টির খুলনা বিভাগীয় রাজনৈতিক কর্মশালা “লিডারশীপ ডেভলপমেন্ট” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার যশোর শহরের আরবপুরে বাঁচতে শেখা অডিটরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এবি পার্টির যশোর জেলা আহবায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক অবসরপ্রাপ্ত লে.কর্ণেল হেলাল উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় আহবায়ক শাহাদাতউল্লাহ টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবি পার্টির যশোর জেলার সদস্য সচিব ইলিয়াস হোসাইন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে গণঅভ্যুত্থানের সুফল দেশের প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতিদান, আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং খুনি হাসিনাসহ আওয়ামী ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করতে হবে। অবিলম্বে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের বিষয়ে দৃশ্যমান সংস্কার কার্যক্রম শুরু করতে হবে।
অনুষ্ঠানে খুলনা বিভাগের ৯জেলার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here