অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক ৬

0
10

যশোর অফিস : যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির ধান্যখোলা বিওপির এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারপারের অপরাধে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। বুধবার সকালে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি বলেন বুধবার দুপুরের দিকে ধান্যখোলা বিওপিতে কর্মরত সুবেঃ আব্দুল গনি এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভ্যন্তরে ধান্যখোলা পূর্বপাড়া নামক স্থানে কিছু সময় পর লক্ষ্য করে ৬ জন (পুরুষ-৩ জন মহিলা-০২ জন ও শিশু ১ জন ) লোক বংলাদেশ থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছে। টহলদলের নিকবর্তী হলে টহলদল তাদের ধাওয়া করে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো।
আটককৃত হচ্ছে আনন্দ সূত্রধর(৫৩),প্রসেনজিৎ ভানু রানী(৪৬)আনন্দ সূত্রধর প্রীতি সূত্রধর(২০) আব্দুল জব্বার(২৯)ও রিনা খাতুন(৪৫)।
তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা টাঙ্গাইল, যশোর, ও নড়াইল জেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here