যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশঅভিযান চালিয়ে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে।এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন সাংবাদিকদের বলেন,রোববার সকালে বেনাপোলের শিবনাথপুর গ্রামের কলেজ পড়ুয়া একটি মেয়েকে কদমতলা এলাকা থেকে কৌশলে অপহরন করে নিয়ে যায় কাগজপুকুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু ও আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেনসহ কয়েকজন যুবক।
অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা করেন।
এ ঘটনায় পোর্ট থানা পুলিশ ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ভিকটিমকে উদ্ধার করা হয়।এসময় সেখান থেকে বাবু ও বিল্লালকেও আটক করা হয়।
অপর আর এক অভিযানে ইজিবাইক বিক্রির নামে প্রতারনা মামলায় যশোর সদরের আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন ও ৭ বছরের জিআর সাজা পরোয়ানাভূক্ত মামলায় বেনাপোলের মোহর আলির ছেলে মোক্তার হোসেনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ।