শার্শার রুদ্রপুরে বিএনপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত

0
164

শহিদুল ইসলাম : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) বিকালে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রুদ্রপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন,সাধারণত সম্পাদক আবু তাহের ভরত,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও শার্শা উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান লিটন,আশরাফুল আলম বাবু,,কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসাইন মুকুল, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও গোগা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মেস্তাফিজোহা সেলিম,বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক রাহানুজ্জামান দিপু,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দীন,সাবেক সদস্য সচিব সেলিম হোসেন আশা,উপজেলা ছাত্রদলের সদ্যসচিব সবুজ হোসেন, সহ কৃষকদল, যুবদল,ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শেষে ফিতাকেটে ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খায়রুজ্জামান মধু সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here