মিজান রহমান লিটন:: দুই ভাই ছুটে এসেছে ঢাকা থেকে পিতার
অসুস্ততার কথা শুনে। বাবাকে দেখে ফিরতেছিলো কর্মস্থলে। গতকাল
সকালে বাড়ি থেকে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে পোস্তগোলা নামক
স্থানে পৌছালে এক্সপ্রেস হাইওয়েতে ছিটকে পড়ে জায়গায়
নিহত হয় দুই ভাই সাকিব (২৫) ও শাকিল (২৩)।
পারিবারিক সুত্রে জানা যায় নিহতরা হলেন অভয়নগরের প্রেমবাগ
ইউপির ৫নং ওয়ার্ড প্রেমবাগের আবুল মোল্যার মেজো ও ছোট
ছেলে। ঢাকাতে চাকুরী করতো তারা। বাবা স্ট্রোক করে গত ২দিন
আগে এই শুনে বাবার কাছে ছুটে আসে দুই ভাই। সকালে রওনা হয়
কর্মস্থলের উদ্দেশ্যে কে জানতো আবারও ফিরবে সন্ধ্যায় নিথর দেহ
নিয়ে। দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ধারনা করা হচ্ছে
মোটরসাইকেল অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে
পড়েই নিহত হয় দুই ভাই। পরিবার ও এলাকাবাসীর আহাজারীতে
এলাকায়কায় শোকের মাতম। গত রাত ১০.৩০ মিনিটে নামাজে
জানাযা ও দাফন সম্পন্ন হয়।















