কেশবপুরে বিএনপি নেতা আবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

0
122

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সাবেক
সহসভাপতি আবু বকর আবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে
ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল
হোসেন আজাদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বিএনপির
খুলনা বিভাগীয় সাংগঠনিক স¤পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন
খোকন, সদস্যসচিব সাবেরুল হক সাবু, সদস্য মিজানুর রহমান খান, উপজেলা
বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক
পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, বিএনপি নেতা আলাউদ্দীন আলা, উপজেলা বিএনপির
সাংগঠনিক স¤পাদক আলমগীর কবির, হুমায়ুন কবীর সুমন, নিহত আবু বকর আবুর
ভাইপো হুমায়ুন কবীর প্রমুখ। স্মরণসভায় বক্তারা আবু বকর আবু হত্যার রহস্য উন্মোচন
করাসহ দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, আবু বকর আবু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নের
জন্য ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় গিয়ে রাজধানীর পল্টনের একটি হোটেল এলাকা থেকে
অপহরণ হয়েছিলেন। ১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা
নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।
ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছিল। কিন্তু এ মামলার এখনো
কোন রহস্য উদঘাটন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here