মহেশপুর সীমান্তে ৪৬টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

0
128

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫কেজি ৪৭৮.৫৩ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের
বারসহ দুজন পাচারকারী আটক করেছে ৫৮ ব্যাটালিয়ন বিজিবি। উদ্ধারকৃত
স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৫কোটি পুঁচানব্বই লক্ষ ৫৩ হাজার টাকা।
সোমবার (১৮নভেম্বর) সন্ধ্যা ৫টায় এ স্বর্ণ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন
মহেশপুর উপজেলার জিন্নানগর রায়পাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো.দুলাল
(৫৩) এবং একই গ্রামের মৃত রজম আলীর ছেলে আব্দুল কাদের(৬০)। এক প্রেস
বিজ্ঞপ্তিত্বে এ তথ্যে নিশ্চিত করেছেন বিজিবি।
সোমবার বিকেলে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নিজস্ব
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান
বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের দিকনির্দেশনায়
সামন্তা বিওপির একটি বিশেষ টহলদল রায়পুর গ্রামের আলতাফ হোসেনের ধান
ক্ষেতে মধ্যে অবস্থান নেয়। বিকেল আনুমানিক সন্ধ্যা ৫টায় দুই ব্যক্তি পায়ে হেটে
সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে
পালানোর চেষ্টা কালে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি করে
একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪৬টি স্বর্ণের বার উদ্ধার
করেন বিজিবি সদস্যরা।
বিজিবি আরও জানায়,স্বর্ণের বার গুলো শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে পাচারের
জন্য বহন ও নিজ জিম্মায় রাখায় গ্রেফতার আসামীদের মহেশপুর থানায় মামলা
দায়ের ও স্বর্ণেরবার ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম
প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here