গাছ থেকে নালসোর ডিম পাড়তে গিয়ে নিচে পড়ে মৃত্যু, পরিবারে আহাজারি

0
112

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে গাছ থেকে নালসোর (লাল পিঁপড়া) ডিম পাড়তে গিয়ে নিচে পড়ে তপন
কুমার মল্লিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত তপন কুমার মল্লিক উপজেলার
সরাপপুর গ্রামের মৃত দুলাল মল্লিকের ছেলে। শুক্রবার সকালে উপজেলার ত্রিমোহিনী
ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। গাছ থেকে পড়ে মারা যাওয়ায় পরিবারের
সদস্যদের মধ্যে আহাজারি শুরু হয়। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,
ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের মেম্বার ইলিয়াছ সবুজ।
এলাকাবাসী জানায়, উপজেলার সরাপপুর গ্রামের ভ্যানচালক তপন কুমার মল্লিক সকালে
গাছ থেকে মাছ ধরার টোপ নালসোর (লাল পিঁপড়া) ডিম সংগ্রহ করতে বাড়ির পাশের
একটি বাগানের মেহগনি গাছে ওঠে। গাছ থেকে নালসো পিঁপড়ার ডিম পাড়ার সময়
অসাবধনতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর খবরে এলাকার লোকজন ওই
বাড়িতে ভিড় করে। তপন কুমার মল্লিক ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি
বিকেলে এলাকার বিভিন্ন বিল ও খালে বড়শিতে মাছ শিকার করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here