ডি এইচ দিলসান : অনুর্ধ-১৮ জাতীয় কিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে পুরোদমে অনুশীলনে ব্যস্ত যশোর জেলা অনুর্ধ-১৮ক্রিকেট দল। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে শনিবার দুপুরে কোচ হাবিবুল বাশারের হাত ধরে অনুশীলন করেছেন সাদিক সিয়াম রনিরা। ওদের একটাই লক্ষো দক্ষিনের চ্যাম্পিয়ন হয়ে দেশ শেরা শিরোপা ঘরে তোলা।
এদিকে, দলের পরিকল্পনা তুলে ধরে কোচ হাবিবুল বাশার বলেন ‘আমি দায়িত্ব নেওয়ার পর দলের সবাইকে নিয়ে পরিশ্রম করছি। দলের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরির চেষ্টা করছি। ভালো পরিকল্পনা নিয়ে এগোলে ক্রিকেটে ফলাফল আসবেই। তবে দলটি এখনো নতুন হলেও আমি দলের ভিত শক্ত করতেই বেশি মনোযোগী। সেখান থেকেই ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো করবে।’
তেনে বলেন তরফদার মুবতাসিম সাদিক, কাবিদ আল সিয়াম, মো. রাকিবুল হাসান রনি, মো. রাহাত পারভেজ, মো. সোহানুর রহমান, মো. আবেদ হোসেন, মো. সাঈদ আনোয়ার, এস.কে মাহিনুর রহমান মাহিন, সৈকত মল্লিক, আশরাফুজ্জামান হৃদয়, মো. আরিফুজ্জামান, সাজ্জাদ হোসেন শান্ত, মো. আসিফ আলী, মো. সাদমান খান, মো. মাহমুদ হাসান জিহাদ, এস.কে সাকিবুর রহমান, তানভির তাসিন ও আবির পাল ওরা সবাই ভালো করছে। ওদের মনোযোগ ক্রিকেটে। ক্রিকেট নিয়েই ওদের রাত দিন।
আত্মবিশ^াসী রাহাত বলেন, আমরা খুলনা বিভাগের চ্যাম্পিয়ন তো হবই, এরপর নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিবো জাতীয় আসরে। রাহাতের সুরে সুর মিলিয়ে সাদিক, তাসিন, আবিরও বলেন আমরা বাশার স্যারের দেখানো বলে আর ব্যাটে যশোরের সুনাম ফিরিয়ে আনবো।