মনিরামপুর মৎস ঘেরের আইলে শিম চাষে সফলতা।

0
144

জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ- মনিরামপুর মৎস ঘেরে মাছ চাষের সঙ্গে সাথী ফসল হিসাবে শিম চাষ করে সফলতা পেয়েছেন মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের কবির হোসেন।নিজ ঘেরের আইলে তিনি শিম চাষ করেছেন। ঘেরের আইলের উপর বিশেষ পদ্ধতিতে বাঁশ ও জাল দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করেছেন। তারপর শিম আবাদ করে বাড়ন্ত গাছ মাচার ওপর ছড়িয়ে দিয়েছেন। এতে কম জায়গায় ও অল্প পরিচর্যায় ভালো ফসল পেয়েছেন বলে জানান।এরই মধ্যে শিম বিক্রি শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন। ফলে ঘেরের আইলের উপর বিভিন্ন প্রকার সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন আশপাশের কৃষকেরা।
খোঁজ নিয়ে জানা যায়,শিম বীজ দুই থেকে তিন মাস আগে নিজের মৎস্য ঘেরের আইলে রোপণ করেন কবির হোসেন। প্রায় ৫০ শতক ঘেরের আইলে শিম চাষ করেন। পাশাপাশি ঘেরের মধ্যে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার মাছ চাষ করেছেন। মাছ ও সবজি চাষে দারুণ সফলতা দেখছেন তিনি।
কবির হোসেন বলেন,এক সপ্তাহ আগে শিম তোলা শুরু করেছেন। নতুন শিম বাজারে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা বিক্রি করছেন।শিম গাছ বড় হবার সঙ্গে সঙ্গে কয়েক দিন টানা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পানিতে চারদিক ডুবে যায়। এরপর পানি নেমে যায়। এ জন্য ঘেরের আইলে শিমের ভালো ফলন হয়েছে।
তিনি বলেন, উপজেলা কৃষি অফিস এবং কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগ এই চাষাবাদের পরামর্শ দিয়েছিল। ফলে শিমের বীজ সংগ্রহ করে বীজ রোপণ করেন। বীজ রোপণের পর কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত সার ও কীটনাশক ব্যবহার করেছি। পোকামাকড় প্রতিরোধে পদক্ষেপ নিয়েছি। রোপণের পর থেকে সঠিকভাবে যত্ন নেওয়ার ফলে ভালো ফলন হয়েছে। প্রথমবার ঘেরের আইল এর উপর শিম চাষে ভালো ফলন পেয়ে আমি খুশি। আগামীতে ঘেরের আইলে এবং অন্যান্য পরিত্যক্ত জমিতে বিভিন্ন প্রকার সবজি লাগানোর প্রস্তুতি নিচ্ছি।
এদিকে আশে পাশের গ্রামের চাষী ও মৎস ঘের ব্যবসায়ীরা ঘেরের আইল এর উপর শিম চাষের সফলতা দেখে চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here