আজ থেকে যশোরে ইজতেমা শুরু

0
31

তরিকুল ইসলাম : যশোওে আজ থেকে ইজতেমা শুরু। যশোর উপশহর
মার্কাজ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী জেলা
ইজতেমা। তাবলীগ জামাতের দিল্লি নিজাম উদ্দীন মার্কাস
মসজিদের আমির হযরত মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে
শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে যশোর জেলায় তিন
দিনব্যাপী ইজতেমা শুরু হবে। ইজতেমা শুরু উপলক্ষে মারকাজ
মসজিদের মাঠের প্রস্তুতি উপলক্ষে প্রায় ১০০ মুসল্লি স্বেচ্ছাশ্রমে
মাঠ প্রস্ততিতে কাজ করেছেন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন
হয়েছে। মাঠের পূর্ব পাশে নলকূপ বসানো, টয়লেট স্থাপন করা
হয়েছে। মুসল্লিদের জন্য প্রস্তুত করা হয়েছে ১৫০টি বাথরুম,
গোসল ও ওজুর জন্য ৪০০টি পানির ট্যাপ ও৭ টি ট্যাংকি। আল্লাহর
অশেষ নৈকট্য লাভের আশায় প্রতিদিন যশোরের একেকটি উপজেলার
ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে ইজতিমার মাঠ তৈরি করেছেন।
এদিকে, মারকাজ মসজিদের মাঠসহ আশপাশের আরো দুইটি
মাঠে বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়েছে। সুপেয় খাবার
পানির জন্য মারকাজ মসজিদের পূর্ব পাশে বসানো হয়েছে ২০টি
নলকূপ। বসানো হয়েছে বেশ কয়েকটি গভীর নলকূপও। সেখান থেকে
মুসল্লিরা সহজে পানি পেতে পারবেন। আয়োজনে কমিটির
প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানান, এবারে এস্তেমা যশোরে
৮টি উপজেলা থেকে ৬০ থেকে ৭০হাজার ধর্মপ্রাণ মুসল্লী
অংশগ্রহণ করবেন। এছাড়া যশোরের আশেপাশে জেলা থেকে ও
অনেক মুসল্লী অংশ নেবেন। শুক্রবার আম বয়ানের মধ্যে দিয়ে
ইজতেমা শুরু হবে। আজ ইজতেমার মাঠে জুম্মার নামাজ আদায়
করা হবে। জুমার নামাজে সর্ববৃহৎ জমায়েত অনুষ্ঠিত হবে।
ইজতেমার মাঠের মুসল্লিদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে অনেকেই
এসে জুমার নামাজে অংশ নেবেন। রোববার সকাল সারে ১১ টায়
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবারের ইজতেমায়
ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও ভারত তিন দেশের পাঁচটি বিদেশি
জামাত অংশ নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here