এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না-যশোরে জামায়াত আমীর

0
7

যশোর অফিস : জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগন তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।
তিনি শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ আমীরে জামায়াত বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তার সঙ্গিদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে। তাই আমরা যশোরকে বিশেষ দৃষ্টিতে দেখি।
বক্তব্য শেষে সম্প্রতি যশোরে সন্ত্রাসী হামলা নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের সন্তানকে কোলে নিয়ে আদর করেন ডা. শফিকুর রহমান।
৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরে পথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমত জনসভায় রুপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।
জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়।
আগামী ২৭ ডিসেম্বর যশোরে কর্মী সম্মেলন আয়োজন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here