যশোর থেকে ৩শ’ বস্তা চাল নিয়ে পালানো ট্রাকচালক তথ্য-প্রযুক্তির সহায়তায় ধরা!

0
136

যশোর প্রতিনিধি : যশোর থেকে চুরি করে নিয়ে যাওয়া ৩শ’ বস্তা চালসহ দু’জনকে
গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য-প্রযুক্তির সহায়তায়
অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জন হলেন,
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর এলাকার মহিদুল বিশ্বাসের
ছেলে রিপন বিশ্বাস (৪০) ও মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের
মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মনিরুল ইসলাম (৩৩)। মঙ্গলবার দিনগত রাতে
ঝিনাইদহের মহেশপুর গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের
গ্রেফতার করা হয়। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) দেবব্রত হরি।
ওসি দেবব্রত হরি জানান, গত রোববার (১ ডিসেম্বর) রাতে ঝিকরগাছা
হাড়িয়াদেয়াড়া আলামিন অটো রাইস মিল থেকে ৩০০ বস্তা চাল কেনেন
ঝিকরগাছা স্টেশন রোডের চাল ব্যবসায়ী তৌহিদুল ইসলাম। এ চাল
চট্টগ্রাম পাহাড়তলীতে পাঠানোর জন্য তিনি ট্রাক ভাড়া করেন। কিন্তু
ট্রাক চালক চাল গন্তব্যস্থলে না গিয়ে চাল চুরি করে নিয়ে যান। পরে ওই
ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে
চালককে শনাক্ত করে। এরপর মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহেশপুরের
গৌরিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চালক রিপন বিশ্বাস ও চোরাই
চালের ক্রেতা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে
চোরাই ৩০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ব্যবসায়ী তৌহিদুল ইসলামের
দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো
হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here