অভয়নগরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট নাউলিকে হারিয়ে ধলিরগাতি বিজয়ী

0
16

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে আট দলীয় ফুটবল টুনর্নামেন্টের সেমিফাইনালে নাউলিকে হারিয়ে ধলিরগাতি বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় নাউলি ফুটবল একাদশকে ২-০ গলে হারিয়ে বিজয় হয়েছেন ধলিরগাতি ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে একটি গোল করে চাপে রাখে নাউলি ফুটবল একাদশকে। খেলার শেষ পর্যায়ে আরো একটি গোল করে জয় নিশ্চিত করে ধলিরগাতি ফুটবল একাদশ।
এর আগে খেলার উদ্বোধন করেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মাদ জোবায়ের হোসেন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভয়নগর থান বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। শুভরাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুছা আকুঞ্জীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী, শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুজ্জামান সবুর, থানা ছাত্রদলের আহবায়ক নাঈম উদ্দীন বিজয়, ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, সুজন শেখ, শেখ রাফসানসহ অন্যন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here