যশোর জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা

0
114

যশোর অফিস : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহরের শংকরপুর, চাঁচড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে যশোর জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠ এর মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ এবং বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, যশোর জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল আলম মন্টু পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরবর্তীতে যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, পৌরসভা ও সিভিল সার্জন,গ্রাম প্রতিরক্ষা বাহিনী,আনসার বাহিনী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব যশোরসহ যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদ, যশোর জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল আলম মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের আহবায়ক রাশেদ খান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যশোর জেলা প্রশাসনের পাশাপাশি সকল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শান্তিপূর্ণভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here