স্টাফ রিপোটার:যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি। কম্বল নিতে আসা বৃদ্ধারা বলছিলেন শীতে কষ্ট পাচ্ছিলাম, কম্বলটা পেয়ে একটু গরম হয়ে ঘুমতে পাবানি।
রবিবার বিকেলে অভয়নগর উপজেলার সুন্দরী এসটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জলমগ্ন ভবদহ অঞ্চলের মানুষ ত্রাণ চায় না। তাদের দাবি স্থায়ীভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি। অন্যান্য বিভিন্ন মিডিয়ার মত এনটিভিও এই অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্টোরি করেছে। আবার দুর্দশাগ্রস্ত মানুষের জন্যে আজ তারা কম্বল বিতরণ করেছে। বিষয়টি খুবই মানবিক। আমরা আশা করব, সরকার এই অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবে। একইসাথে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।
এনটিভির যশোরের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজল জানান, ভবদহ জলাবদ্ধ এলাকার কিছু মানুষের জন্য তাদের প্রতিষ্ঠান ২০০ কম্বল পাঠিয়েছে। জলাবদ্ধ মানুষের কাছে সেই কম্বল আজ বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য পাল ছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক কানু বিশ্বাস,সাংবাদিক তৌহিদ জামান,সাংবাদিক প্রিয়ব্রত ধর, সাধন রায়।















