ঝিকরগাছায় আগুনে পুড়ে দগ্ধ প্রতিবন্ধীকে ৫হাজার টাকার অনুদান তুলে দেন ইউএনও ভুপালী সরকার

0
190

মোহাম্মদ আলী জিন্নাহ (স্টাফ রিপোর্টার) : উল্লেখ্য গতসোমবার (২ ডিসেম্বর) যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং ওয়ার্ডের পঞ্চনগর গ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা যমুনা খাতুন যমু(৪৫)সকাল ৭টায় শীত নিবারণের জন্য বাড়ির উঠানে জ্বালানি কাঠে আগুন ধরিয়ে আগুন পোহানোর সময় হঠাৎ করে জ্বলন্ত আগুন তার শরীরে পরিহিত জামাকাপড় ও চাদরে আগুন লেগে সে আগুনে পুড়ে দগ্ধ হয়। তার ফলে ২ পা সহ পিছনের অংশ পুড়ে গুরুতর ভাবে আহত হয়। এ সময় আগুন থেকে তার ফুফুকে বাঁচানোর জন্য আলিফ বালতিতেকরে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে। তৎক্ষণাৎ আহত যমুকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এই হতা-দরিদ্র অসহায় প্রতিবন্ধী ও এতিম অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায়, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের নিকট তার ছোট ভাই রুস্তম আলী বোনের উন্নত মানের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের আবেদন করে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ডিসেম্বর(বুধবার) দুপুরে উপজেলা পরিষদের পক্ষথেকে আগুনে দগ্ধ আহত যমুনা খাতুনের ছোট ভাই রুস্তম আলী নিকট নগদ ৫হাজার টাকা নগদ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, উপজেলা পরিষদের (সিএ) ইমদাদুল হক ইমদাদ, ও সাংবাদিক রাফিউল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here