ইজতেমার ময়দানে সাদপন্থীদের নির্মম হত্যাকান্ড ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে যশোরে বিক্ষোভ

0
143

যশোর অফিস : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের নির্মম হত্যাকান্ড ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে যশোর কোতয়ালি মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন জেলার ওলামায়ে কেরাম ও তাবলীগের শূরায়ী নেজানের সাথীরা। এ সময় বিক্ষুব্ধরা সাদপন্থীদের যশোরের কোনো মসজিদে জামাত করতে দেবেন না এবং ইসরায়েল ও ভারতীয় কার্যক্রম এদেশে করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে মো. আব্দুল শন্নদ ও মোঃ রুহুল আমিনের নেতৃত্বে কোতয়ালি থানার সামনে বিক্ষোভ করে এসব ঘোষণা দেন। এ সময় থানার ওসি আব্দুর রাজ্জাককে স্মারকলিপি দেন। তারা যশোরে সাদপন্থীরা যাতে জামাত করতে না পারে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দাবি করে একটি স্মারকলিপি দেন। তারা অভিযোগে বলেন-ইজতেমা ময়দানে ঘুমন্ত সাথীদের ওপর নির্মম হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে সাদপন্থীরা। এ কারণে তাদের কোথাও জামাত করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে নানা শ্লোগান দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here