বিইপিআরসির সঙ্গে হাইড্রোজেন জ্বালানির নতুন প্রযুক্তি তৈরি শীর্ষক প্রকল্পে চুক্তি করলো যবিপ্রবির ড. আমিনুল

0
135

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে অনুমোদিত ‘ডেভেলপমেন্ট অব রোবাস্ট ফটোইলেকট্রোক্যাটালাইটিক প্যানেল টেকনোলজি ফর এফিশিয়েন্ট হাইড্রোজেন জেনেরেশন ফরম ওয়াটার’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বিইপিআরসির যুগ্ম সচিব মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বেলা ১২ টাই ঢাকার আইইবি ভবন (১২ তলা) রমনাতে তিন বছর মেয়াদি এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রকল্প নিয়ে ড. মো. আমিনুল ইসলাম বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য একটি টেকসই প্রযুক্তির হাইড্রোজেন প্যানেল উদ্ভাবন করা যা সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে কম খরচে পানি থেকে হাইড্রোজেন জ্বালানি উৎপন্ন করবে। প্যানেলের নকশা, উপাদান সংমিশ্রণ এমনভাবে অপটিমাইজ করা হবে যাতে পানি থেকে সৌরশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা সর্বাধিক করা যায়। এছাড়া এই প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করা হবে যার মাধ্যমে হাইড্রোজেন উৎপাদন করার জন্য বৃহৎ পরিসরে শিল্পে প্রয়োগের উপযোগিতা মূল্যায়ন করা হবে। সাশ্রয়ী উপায়ে পানি থেকে হাইড্রোজেন জ্বালানি তৈরি করার পদ্ধতি এবং দেশের আর্থ সামাজিক ও পরিবেশগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন এনডিসি, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, পিএমই বিভাগের ড. মো. আমিনুল ইসলাম, বিইপিআরসির সদস্য (ইনোভেশন) ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিইপিআরসির পরিচালক (ইনোভেশন) ড. হাছান মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here