বেনাপোল দিয়ে সাজাভোগ শেষে ২৬ জন পুরুষ-নারী-শিশু দেশে ফিরল

0
135

যশোর অফিস : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২৬ নারী-পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছে।
মঙ্গলবার সন্ধায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম আহমেদ।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে গ্রহন করেন।ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসাদের হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু’দেশের বিজিবি বিএসএফ,কাস্টমস,পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের
বয়স ১২বছর থেকে ৪৫ বছরের মধ্যে।তারা ঠাকুরগাও,চাপাই নবাবগঞ্জ, সাতক্ষীরা,দিনাজপুর, ফরিদপুর, পিরোজপুর,গোপালগঞ্জ,টাংগাইল, কুড়িগ্রাম,ঢাকা,খুলনা,মাগুরা,বগুড়া, নারায়নগঞ্জ,মুন্সীগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।
আইনি সহায়তা দিতে রাইটস যশোর এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নামে দুটি মানবাধিকার সংগঠন তাদের দায়িত্ব গ্রহণ করেছে।দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।
এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংগঠন ‘নিলুয়া হোম’ তাদের আদালত থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়,তাহলে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক(তদন্ত) ইব্রাহিম আহমেদ জানান,২৬ বাংলাদেশি নারী পুরুষ ও শিশু বিভিন্ন মেয়াদে সাজা শেষে তারা দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং রাইটস যশোর নামে দুটি মানবাধিকার সংগঠন তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here