দ্বিতীয় দিনে ৭৩০জন যাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা

0
256

বেনাপোল থেকে এনামুল হকঃ দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতু হয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা বেনাপোল -ঢাকা রুটে নতুন ট্রেন প্রথম দিনই মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২ ঘণ্টা দেরিতে পৌঁছালো।দ্বিতীয় দিনে আজ ৭৩০জন যাত্রী নিয়ে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা
জানা গেছে ছাড়ার কথা ছিল,রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি বেনাপোলের উদ্দেশে সকাল ১০:৪৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে। আর যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছানোর কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা দেরি হয়। রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। কিন্তু ২ ঘণ্টা দেরিতে রাত ৯টা ১০ মিনিটে পৌঁছে।
মো:সাইিদুল ইসলাম শাহীন জানান, অনলাইনে আপ-ডাউন টিকিট কেটে আজ বুধবার ঢাকা থেকে যাত্রা বেনাপোলের উদ্দেশ্য খুব আরামদায় কোচ,খুব ভালো লাগছে সারে তিন ঘন্টা আমি বেনাপোলে পৌছাই।
বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন গতকালমঙ্গলবার ৯২৭ জনযাত্রী নিয়ে ৮২৭ /৮২৮নংবেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। প্রতি সাপ্তাহে সোমবার বন্ধ থাকবে। তিন আরো বলেন, এরপর থেকে ট্রেনটির সময়সূচি অনুযায়ী চলাচল করতে সক্ষম হবে। ট্রেনটিতে ১২টি বগি রয়েছে। এর মধ্যে ১১টি যাত্রীবাহী ও ১টি পণ্যবাহী। ১১টি বগিতে আসন সংখ্যা ৭৬৮টি। এই ট্রেনের একটি লাগেজ ভ্যানের মাধ্যমে বেনাপোল যশোর আশপাশের উপজেলার বিভিন্ন ভোগ্যপণ্য বা মালামাল ঢাকায় নিতে পারবে। আজ ট্রেনটি ৩,৩০ মি: বেনাপোল ছেড়ে ছেড়ে যাই। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here