রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধি : যশোরের চৌগাছায় রানা হোসেন (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দীঘলসিংহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা হোসেন ওই গ্রামের শামীম মৃধার ছেলে ও চৌগাছা হাজ্বী মর্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
নিহতের চাচা ইকবাল হোসেন জানান, ঘটনার দিন দুপুরে রানা নিজেদের ঘরের ভেতর বিদ্যুতের তার ঠিক করছিলো। এ সময় হঠাৎ সে বিদ্যুৎষ্পৃষ্টে মারাত্মক আহত হয়। তার পরিবারের লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা মডেল সরকারি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা মডেল সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।















