দু পক্ষই বিএনপি তৃপ্তির অনুসারী, বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ

0
130

যশোর প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়ায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ,দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু দফায় এ ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের থেকে বহিষ্কৃত কর্মি মাসুদ ও সাতমাইল এলাকার কপিল উদ্দীনের ছেলে যুবদল কর্মি বাবর আলী বাবু দু জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী।
তাদের দু জনের মধ্য যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রি কেন্দ্র করে পুর্ব শত্রুতা ছিলো।
তারই জেরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরো করে মারধোর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২ টার দিকে মোটর সাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষন সহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
বৃহস্পতিবার সকালে আবার ও একটি মোটরসাইকেল বহর মতি ও রিয়াজের নেতৃত্বে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দুটি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।
এ ব্যাপারে বাবু জানান,বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ লাকা ছিনিয়ে নেয়।পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানানলে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিলো শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি।রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়িভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোন অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here