স্বাগত ২০২৫

0
73

বিদায় ২০২৪ আর স্বাগত ২০২৫। রাত পোহানোর সাথে সাথে
এসে গেলো ২০২৫। নতুন বছরের প্রথম দিনে শুভেচ্ছা সবার জন্য।
সময়ের বৃক্ষ থেকে আরও একটি পাতা ঝরে গেছে, নতুন
সুর্যোদয়ের সাথে সাথে যবনিকা পতন হয়েছে ২০২৪ সালের। শুরু
হয়েছে নতুন বছর ২০২৫-এর যাত্রা। পৃথিবীর ও বৃহত্তর মানব জীবনের
পথ পরিক্রমায় ৩৬৫ দিন নিশ্চিতভাবে পরমাণুসম ক্ষুদ্র, একটি দেশ
বা সমাজের সার্বিক বিবর্তনেও একটি বছর তেমন কিছু নয়,
একজন ব্যক্তি মানুষের পুরো জীবন বলয়েও হয়তো একটি বছরের
সামগ্রিক গুরুত্ব তেমন একটা বড় নয়, তবু প্রতিটি বছরই তার
নিজস্ব তাৎপর্যে ভাস্বর যেমন পুরো পৃথিবীর জন্যে, তেমনি
একটি দেশ বা সমাজের জন্য এবং সেই সঙ্গে একজন ব্যক্তি
মানুষের জন্যে। শেষ হয়ে গেল ২০২৪। পুরনো বছরের সংশয়, সংকট,
উদ্বেগ কাটিয়ে উঠে নতুন ভাবনা নতুন আশায় নতুন করে
দিনযাপনের শুরু আজ থেকে। খ্রিস্টীয় নতুন বছরের প্রথম প্রভাতে
দৈনিক যশোরের অগণিত পাঠক, প্রতিনিধি, এজেন্ট,
বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং
অভিনন্দন। নতুন বছর সবার জীবনে শুভ ও কল্যাণ বয়ে আনুকÑএটাই
কাম্য।
২০২৪ সালেও দেশে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত ছিল। যার
প্রমাণ মিলেছে ছাত্র-জনতার গণআন্দোলনে। দেশব্যাপী আন্দোলন-
সংগ্রামে পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে শিল্পকারখানা বন্ধসহ
আমদানি-রপ্তানি ব্যাহত হলেও এক্ষেত্রে ভারসাম্য ফিরে আসছে ক্রমশ।
পুরুষ ও মহিলা ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে এসেছে অভাবনীয়
সাফল্য। তবে স্বীকার করতে হবে যে, এ সময়ে সামাজিক ও নৈতিক
মূল্যবোধের অবক্ষয় ঘটেছিল। অবনতি ঘটেছিল আইনশৃঙ্খলা
পরিস্থিতির। তবে অন্তর্র্বধসঢ়;তী সরকারের বিভিন্ন পদক্ষেপে সার্বিক
পরিস্থিতির উন্নতি হচ্ছে ক্রমশ।
নতুন বছরে, নতুন করে আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। নতুন
স্বপ্ন দেখে শান্তি, স্বস্তি, কল্যাণ ও সমৃদ্ধির। ২০২৪-এর সর্বাধিক
উল্লেখযোগ্য ঘটনা দেশব্যাপী ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থান। যার
ফলে, বিগত ১৫ বছরের আওয়ামী লীগ আমলের দুঃশাসনের অবসান
ঘটে। বিদায় নিতে বাধ্য হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।
গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বধসঢ়;তী সরকার।
নবগঠিত সরকার ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ
সংস্কারসহ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
নতুন সরকারের কাছে বাংলাদেশ প্রত্যাশা করেÑ দুর্নীতিমুক্ত,
জঙ্গি, সন্ত্রাসবাদ থেকে নিরাপদ থাকবে সমাজ। বিনাশ হবে
অগণতান্ত্রিক অপশক্তি, জঙ্গিবাদ, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও
অপরাজনীতি। দেশবাসী প্রত্যাশা করে সম্প্রীতি ও সমঝোতার
সংস্কৃতি রচনায় রাজনৈতিক দলগুলো অগ্রসর হবে। নিম্ন-মধ্য
আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে
সম্মিলিতভাবে সবাই কাজ করবে একযোগে।
ধ্বংসাত্মক রাজনীতি যেন আর মাথাচাড়া দিতে না পারে, সে
বিষয়ে সজাগ থাকবে সকলেই। জীবনের নিরাপত্তা, সহনীয় দ্রব্যমূল্য
এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও এগিয়ে নিতে সবাই
মিলে কাজ শুরু হোকÑ এটাই নববর্ষের প্রত্যাশা। দেশকে শান্তি ও
সমৃদ্ধির পথে নিয়ে যেতে আইনের শাসনের ভিত হোক আরও
মজবুত। বাড়ুক মানুষের গড় আয়ু ও আয়। স্বাধীনতার মূল্যবোধ
থাকুক অক্ষুণ্ন ও অটুট। বিনাশ ঘটুক সাম্প্রদায়িক অপশক্তির।
অবসান হোক রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস যুদ্ধের। বিশ্বে
বিরাজ করুক শান্তি ও কল্যাণ।
সারাদেশের মানুষ সমবেত আনন্দ আয়োজনে উৎফুল্ল মনে নানা
অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায় নববর্ষকে। প্রার্থনা করি, সব
বাধাবিঘ্ন কেটে গিয়ে দেশে ও বিশ্বে উদিত হবে নতুন সূর্য।
তারই আলোয় রঙিন হয়ে উঠুক সব। ২০২৫ সালে উন্মোচিত
হোক সম্ভাবনার নতুন দিগন্ত। জয় হোক বাঙালি জাতির, জয়
হোক বাংলাদেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here