যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কীর বর্নাঢ্য শোভা যাত্রা

0
261

যশোর অফিস : যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কীর বর্নাঢ্য শোভা যাত্রা পূর্ব সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে ছাত্রদলের তিনটি প্রজন্ম তাদের জীবন জীবিকা, নিজের ক্যারিয়ার সর্বোপরি বাবা মায়ের স্বপ্নকে বিসর্জন দিয়েছে। যেখানে অন্য ছাত্র সংগঠন নিজেদের ক্যারিয়ারের জন্য প্রকাশ্যে ছাত্র রাজনীতি না করে কিংবা অন্য ছাত্র সংগঠনের লেজুড়বৃত্তি ও নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে শিক্ষা জীবন শেষ করে সরকারি চাকুরিতে অবস্থান করে নিয়েছে। তখন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে।
জাতীয়তাবাদীয় ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। বুধবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনের শোভাযাত্রা পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের দুই দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের বুধবার ছিল প্রথম দিন। এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে কারবালা কবর স্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এরপর দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাধারণ সম্পাদক শহিদুল বারী রবু, হাবিবুল ইসলাম কচি, সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here