বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

0
167

বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৬ জানুয়ারি সোমবার সকাল ১১ টার সময় ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের আহ্বানে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি ও ০৫ বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকটি সকাল ১১টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলে, যা দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ১৭/১৬ এস থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামার বাড়ী নামক স্থানে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি এবং ভারতের পক্ষে ০৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উভয় পক্ষ কুশলাদি বিনিময় করেন এবং সীমান্তের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যেখানে পূর্বনির্ধারিত কোনো নির্দিষ্ট পয়েন্ট ছিল না। উল্লেখ্য শীতকালীন সময়ে গরু চোরাচালান ও মানব পাচারের সম্ভাব্য বৃদ্ধি নিয়ে উভয় পক্ষ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে বিজিবি অধিনায়ক সীমান্তে কোনো প্রকার হত্যাকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। বিএসএফের কমান্ড্যান্ট এ বিষয়ে আশ্বস্ত করেন যে, এমন কোনো ঘটনা আর ঘটবে না। বৈঠকের শেষ পর্যায়ে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে এ বৈঠক শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here