হরিণাকুণ্ডুর শ্রীরামপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
223

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদের হরিণাকুণ্ডুর শ্রীরামপুরে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তাসফিয়া শ্রীরামপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পরে বালতির মধ্যে পায় । এসময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ এমএ রউফ খান, শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here