মাছের ঘের কাটার নামে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ নিধন

0
153

হেলাল উদ্দিন : তালগাছ বাড়ে ঝোঁপেঝাড়ে। ঝোঁপঝাড় কাটার সাথে সাথে তালগাছ নির্মম
ভাবে কেটে সাবাড় করা হচ্ছে। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের
সালামতপুর গ্রামের পাশের মেইন সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ
মাছের ঘের কাটার সময় কেটে ফেলা হয়েছে এবং অনেকগুলো গাছ মাটিচাপা দেওয়া হয়েছে।
উপজেলার সম্মিলনী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জনাব সফিয়ার রহমান এই তালগাছগুলো
রোপন করেছিলেন। তিনি অত্যন্ত দুঃখ করে বলেন- গাছ লাগায়ে আর লাভ কি। এই বছর থেকে
চিন্তা-ভাবনা করেছি আর গাছ লাগাবো না। এই পরিশ্রম বৃথা, ভুতের পরিশ্রম। নওগাঁর গহের
আলী ভিক্ষা করে খেতো। তিনি রাস্তার ধারে তালগাছ লাগিয়ে বিখ্যাত হয়ে একুশে পদক
পাইছিলো, আর আমি তালগাছ লাগিয়ে মানুষের পুরস্কার পাওয়াতো দুরের কথা, মানুষের
গালাগালি পাচ্ছি। তিনি আরও বলেন- আমার হাতের লাগানো অনেক তালগাছ বড় হওয়ার আগেই
রাস্তার নিচের জমির মালিকরা ঘের ব্যবসার নামে নিধন করছে। জানাগেছে- ওই অঞ্চলের
প্রভাবশালীরা কৃষি জমিতে মাছের ঘের কেটেছে। যা সরকারী নিয়মপরিপন্থি। এভাবেই কমে
যাচ্ছে কৃষি জমি। জনাব সহকারি অধ্যাপক সফিয়ার রহমান বলেন- নির্বিচারে তালগাছগুলো
মেরে ফেলা হয়েছে। এখন এর প্রতিবাদ কে করবে। প্রশাসনও নিরব, এলাকাবাসিও নিরব। যার যা
ইচ্ছা সে তাই করছে। উল্লেখিত সড়কের পথচারী জানান- সফিয়ার স্যার অনেক বছর ধরে বিভিন্ন
রাস্তার ধারে সরকারি জমিতে তালগাছ রোপন করে থাকেন। তিনি যে কাজ টা করেন, এই কাজটা
আমাদের চোখে অনেক ভালো কাজ। কিন্তু এই রাস্তার ধারে মাছের ঘের কাটার সময় ঘের মালিকরা
তালগাছগুলোর এইভাবে ক্ষতি করা ঠিক হয়নি। পথচারীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং
প্রশসানে সু-দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here