যশোরে আ’লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

0
19

যশোর অফিস : সোমবার দুপুরে যশোর শহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল আয়োজন করেন। মিছিলটি শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে শুরু হয়ে দড়াটানায় গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেখ আতিকুর বাবু জানান, সারাদেশে হত্যা, ক্যু, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, সন্ত্রাস, নৈরাজ্য এবং ‘৭২-এর সংবিধান নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here