কাগজ সংবাদ : আগামী ১৯ জানুয়ারি শুরু হবে জাতীয় গোল্ডকাপ
ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব -১৭ বালক,বালিকা যশোর
জেলা পর্যায়ের খেলা । এ উপলক্ষে জেলা প্রশাসনের
উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষে
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সভায় বলা
হয় খেলা শেষ হবে ২৩ জানুয়ারি। খেলা অনুষ্ঠিত হবে
শামস উল হুদা স্টেডিয়ামে। লটারীর মাধ্যমে নির্ধারণ
করা হয় কোন উপজেলা কার সাথে খেলবে। অভয়নগর
উপজেলা বনাম ঝিকরগাছা উপজেলা, সদর উপজেলা বনাম
কেশবপুর উপজেলা, বাঘারপাড়া উপজেলা বনাম পৌরসভা,
শার্শা উপজেলা বনাম চৌগাছা উপজেলা।জেলা
প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম,
জেলা ক্রীড়া অফিসার খালিদ হাসান, জেলা শিক্ষা
অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের
সভাপতি জাহিদ হাসান টুকুন, জিলা স্কুলের প্রধান
শিক্ষক শোয়াইব হোসেন, সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ প্রমুখ।















