আজ থেকে শুরু চৌগাছার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের মেলা, চলবে তিনদিন

0
171

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ ❝স্বাদে সেরা, গন্ধে ভরা-খেজুর গুড়ে মনোহরা❞ স্লোগানে যশোরের চৌগাছায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী খেজুর গুড়ের মেলা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (১৫-১৭ জানুয়ারি) তৃতীয় বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বক্তব্য দেন।
এ সময় বক্তব্যে তারা বলেন, ‘যশোরের যশ, খেজুরের রস’, এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে এবারও তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। গত দু’বারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড়, পাটালিসহ ভিন্ন রকমের পিঠাপুলি। বক্তব্যে তারা আরও বলেন, মেলা ঘিরে তিনদিনের আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সেরা গাছিদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি বিএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম, বাবুল আক্তার,কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত , সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাবলুর রহমান, প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান, সহ-প্রকাশনা আবু হানিফসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চৌগাছার তৎকালীন সৃজনশীল নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এ উপজেলায় যোগদান করার পর থেকে নানারকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষকে কাছে টেনে নেন। তার সেই সব উদ্যোগের সাথে যোগ হয় এই খেঁজুর গুড়ের মেলা। ২০২৩ সালের ১৬ ও ১৭ জানুয়ারি উপজেলা পরিষদের মাঠের বৈশাখী মঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় দু’দিনব্যাপী এ মেলা। মেলায় প্রধান অতিথি ছিলেন যশোরের তৎকালীন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here