মোস্তাফিজুর রহমান,কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃঝিনাইদহের কোটচাঁদপুর চাঁদপাড়া গ্রামের পুলিশের কথিত সোর্স ও বহু অপকর্মের হোতা কাউসার আলী (৫০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি )রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তার নিজ গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। বিগত আওয়ামী সরকারের আমলে পুলিশের সোর্স হিসেবে বেপরোয়া নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোরকরে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আওয়ামী সরকারের আমলে পুলিশের সোর্স হিসেবে এলাকার অনেক মানুষকে পুলিশ দিয়ে হয়রানীসহ নানা অপকর্মের হোতা নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তবে প্রশাসন তৎপর রয়েছে হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন ও আসামিদেরকে গ্রেফতার করতে। এখনো থানাতে কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে জানান।