আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের মানববন্ধন কর্মসূচি

0
188

যশোর অফিস : -জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর কর্তৃক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত ।
প্রেসক্লাব যশোরের সামনে বিপ্লবী ছাত্র আন্দোলন যশোর এর আয়োজনে অদ্যই বিকালে মতিঝিল ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সামনে আদিবাসী ছাত্র জনতা কর্তৃক নবম-দশম শ্রেনীর একটি বইয়ের পিছনের কভারে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করাকালীন একটি গোষ্ঠীর হামলার স্বীকার হওয়ায় তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছাত্র প্রতিনিধিগণ তাদের বক্তব্যের শুরুতে আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে কতিপয় গোষ্ঠী কর্তৃক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেইসাথে বিক্ষোভ সমাবেশ ঠেকানোর ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে বলেন। এছাড়াও বলেন যারা এখন গ্রাফিতি থেকে আদিবাসী মুছে দিতে চায় তারাও আগের ফ্যাসিস্টদেরই উত্তরসূরী। সংবিধান ও রাষ্ট্র থেকে আগের হাসিনা-আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ ও মুছে দেবার নীলনকশা করেছিল, গণঅভ্যুত্থানের পরেও এ নিয়ে পুনরায় বিতর্ক তৈরি সেই নীলনকশারই ধারাবাহিকতা মাত্র। কিন্তু এসব করে রাষ্ট্র ও সরকার কোনোভাবেই আদিবাসীদের উচ্ছেদ ও অধিকার আদায়ের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক শক্তিকে আদিবাসীদের পাশে দাঁড়ানোর আহবান জানাই। পাশাপাশি পাঠ্যপুস্তকে অবিলম্বে পূর্বের গ্রাফিতি সংযোজন করার দাবিতে ছাত্র-জনতাকে সোচ্চার হবার আহবান জানান।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত যশোর জেলা ছাত্র ফ্রন্টের সমনায়ক উজ্জল বিশ্বাস,সুরাইয়া শিকদার,সদস্য বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর,তসলিম উর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here