শার্শায় দিনব্যাপি তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত

0
50

শহিদুল ইসলাম : “এসো দেশ বদলাই”পৃথিবী বদলাই” এই পতিপাদ্যে যশোরের শার্শায় দিনব্যাপী তারুণ্যের পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত শার্শা উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার যশোরের উপ- পরিচালক রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
এ উৎসবে গ্রাম বাংলায় বিলুপ্ত হওয়া হরেক রকম পিঠা যেমন, দুধপুলি পিঠা,নকসি পিঠা,জামাইবরণ পিঠা,,জিরা পিঠা থেকে শুরু করে পাটিসাপটা ও তালের পিঠাসহ প্রায় অর্ধ শতাধিক স্টলে ছিলো শতাধিক প্রকার পিঠার সমাহর। বিশেষ করে খেজুরের রস থেকে গুড় তৈরী বিষয়টি ছিল দর্শনীয়। যা দেখতে এ উৎসবে দুর দুরান্ত থেকে ছুটে আসেন পিঠা প্রেমিরা। বিলুপ্ত হওয়া পিঠার স্বাদ নিতে পিঠা উৎসবে ভীড় জমিয়েছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here