শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের কম্বল বিতরণ

0
193

সাইফুল ইসলাম শালিখা (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শালিখায় জাতীয় সমাজ কল্যান মূলক সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাগরণী চক্র ফাউন্ডেশনের শা‌লিখা এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের আড়পাড়া শাখা ব্যাবস্থাপক মোঃ আয়াত আলী।
প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার শাহিনুর ইসলাম জানান জাগরণী চক্র ফাউন্ডেশন ১৯৭৬ সাল থেকে এদেশে দরিদ্র জনগোষ্ঠীর আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জলবায়ুর পরিবর্তন ও মানবাধিকার নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া অসহায় মহিলাদের ১৫ টি রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এ সকল কর্মসূচির অংশ হিসেবে আজ এলাকার গরিব ও অসচ্ছল সদস্যদের মধ্যে ২০০ টি কম্বল বিতরণ করা হয়।
প্রচন্ড শীতের কষ্টে কম্বল পেয়ে এ সকল দরিদ্র নারীরা খুবই উপকৃত হয়েছে বলে জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here