যশোর অফিস : যশোর শহরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম) আসাদ গেট সংলগ্ন হকার্স মার্কেটের সামনে’পিঠা উৎসবে’ এক ছাত্রীকে ইভটিজিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কতৃপক্ষের আয়োজিত পিঠা উৎসব’ এর সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান চলাকালীন সময়ে এঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী স্টেডিয়াম পাড়ার বাবুল মোড়লের ছেলে সাগর ওরফে টোকাই সাগর এবং এম এম কলেজের আসাদ হলের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে, সাগর ও তার সহযোগীরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে টিটোন তরফদার, জাহিদুল ইসলাম বিল্টু,এবং ছাত্রদল কর্মী রোহানের উপর হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন। খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমামসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন। সাগরের নিকট আসতেই, সাগর ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এরপর, সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে আসলে সাগর ও তার সহযোগীরা পালিয়ে যায়। মুহুর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ, এবং সেনাবাহিনীর আলাদা আলাদা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, এম এম কলেজ এলাকার বাসিন্দা সন্ত্রাসী সাগরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এম এম কলেজ,খড়কি,কলাবাগান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জেলা ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী ওই সাগরের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি প্রকাশ্যে এসে ফের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছেন। তিনি হকার্স মার্কেটে বিভিন্ন দোকানে অবস্থান নেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল জানান, এক ছাত্রকে মারপিট করেছে সন্ত্রাসী সাগর। তার প্রতিবাদে ছাত্ররা রাজপথে নেমেছেন এসমন সংবাদ শুনে তারা ঘটনাস্থলে হাজির হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, সন্ত্রাসী সাগরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে ফের অপকর্মে লিপ্ত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।