কেশবপুরের সাগরদাঁড়িতে ৭ দিন ব্যাপী মধুমেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
234

রাহাত আলী (যশোর) প্রতিনিধি :বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এঁর ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে ৭ দিন ব্যাপী মধুমেলার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ ২৪ জানুয়ারি (শুক্রবার) থেকে ৩০ জানুয়ারি শণিবার ৭ দিন ব্যাপী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুমেলার বিকালে প্রথম দিনের ২য় পর্বে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করবেন, প্রধান অতিথি জনাব মোস্তফা সরয়ার ফারুকী মাননীয় উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি থাকবেন, জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ, পুলিশ সুপার, যশোর, প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির, অধ্যক্ষ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর, জনাব মোঃ আবুল হোসেন আজাদ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেশবপুর, যশোর, জনাব মো: মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, অধ্যাপক গোলাম রসুল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর, জনাব জাহিদ হাসান টুকুন, সভাপতি, যশোর প্রেসক্লাব, যশোর, অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক পিপি ও সাবেক পৌর চেয়ারম্যান, যশোর পৌরসভা, ডা: আবুল কালাম আজাদ লিটু, সাধারণ সম্পাদক, যশোর ইন্সটিটিউট, যশোর, জনাব বেনজীন খান, লেখক, গবেষক ও প্রতিষ্ঠাতা প্রাচ্যসংঘ, যশোর, জনাব লাভলী ইয়াসমিন, আঞ্চলিক পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা বিভাগ, খুলনা, অধ্যাপক মোঃ মোক্তার আলী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর, যশোর, জনাব জেসিনা মুর্শিদ প্রাপ্তি, সদস্য-সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর।
সভাপতিত্ব করবেন, জনাব মোঃ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর। স্বাগত বক্তব্য দিবেন, জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর। উপস্থাপনা করবেন, জনাব ফারজানা ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর ও প্রফেসর মোঃ জিলুল বারী, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর।
১ম পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানঃ দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেশবপুর উপজেলা শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে
অংশগ্রহণকারী সংগঠনসমূহের মধ্যে থাকবে কেশবপুরের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), কেশবপুরের সপ্তসুর, কেশবপুর সানতলার দিগন্ত সাংস্কৃতিক একাডেমি, সাগরদাঁড়ির শতদল সংগীতালয় ও তান সংগীত একাডেমী, কেশবপুরের কপোতাক্ষ সংগীত একাডেমী, সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব উজ্জ্বল ব্যানার্জী ও কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব সেলিম রেজা।
৩য় পর্বের থাকবে, যশোর জেলা সদরের অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনসমূহসাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্যবিতান, সুরধুনী, পুনশ্চ, যশোর সাংস্কৃতিক পরিষদ, যশোর সঙ্গীত, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, তরঙ্গ থিয়েটার। এশার আযানের পর থাকবেে রেনেসাঁ শিল্পীগোষ্ঠী, শিল্পী মনির খান, শিল্পী মোঃ আব্দুস সাত্তার খান। বিশেষ আকর্ষণ মণিরামপুর আনন্দ অপেরার যাত্রাপালা: “চরিত্রহীন”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here