মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র’

0
203

যশোর প্রতিনিধি : বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, মহাকবি মাইকেল মধুসদূন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তাকে নিয়ে আরো বেশি গবেষণা করতে হবে। এতে বাংলা সাহিত্যের সমৃদ্ধি আরো বাড়বে। বাংলা ভাষার শ্রীবৃদ্ধি আরো ছড়িয়ে পড়বে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র আয়োজিত র‌্যালির উদ্বোধন পূর্বক বক্তারা এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালির উদ্বোধন করেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক, বিএসপির উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু।
বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে র‌্যালির উদ্বোধন পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম, ড. বাবুল বিশ্বাস, কবি ড. শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি নূরজাহান আরা নীতি। র‌্যালিতে মাইকেল মধুসূদন দত্তের রূপ ধারণ করেন কবি কাজী নূর।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, ড. আব্দুস সেলিম, আব্দুল খালেক, অধ্যাপক সুরাইয়া শরীফ, অ্যাড. মাহমুদা খানম, অ্যাড জিএম মুছা, রেজা মন্ডল, শাহরিয়ার সোহেল, অরুণ বর্মন, সঞ্জয় নন্দী, এম এ হালিম, আবুল হাসান তুহিন, সীমান্ত বসু, গোলাম রসুল, আতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস, আমিনুর রহমান, নির্জন, আলিফ, মাহাদি, মোস্তানূর রহমান সাক্ষর, সাদমান অরণ্য, সাদিক, রায়হান, ঈশান, আইয়ান, ফাহিম, সাদিত, রেহান, রোহান, আরিজিৎ প্রমুখ।
র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস পাড়ার বিএসপির কার্যালয়ে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here