মার মৃত্যুর জন্য কেই দায়ী নয়’ চিরকুট লিখে চৌগাছার মেয়ে জবি শিক্ষার্থী শাম্মী’র আত্মহত্যা

0
205

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃযশোরের চৌগাছার মেয়ে জবি শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ জানুয়ারী) ভোরে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত শাম্মীর বাড়ী ও এলাকায় শোকের মাতম বইছে। শাম্মী চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের লিপ্টন হোসেনের প্রথম কন্যা। লিপ্টন হোসেন পেশায় একজন ইউনিয়ন ভূমি নায়েব।
জানা যায়, সাবরিনা রহমান শাম্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৭ ব্যাচের (৩য় বর্ষের) শিক্ষার্থী ছিল। শাম্মী নিজের হাতে চিরকুট লিখে গেছে তার মৃ’ত্যুতে কেউ দায়ী নয়। সে নিজেই আত্মহত্যা করেছে। শাম্মী যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের লিপ্টন হোসেনের মেয়ে। সে চৌগাছা মহিলা কলেজের ২১ ব্যাচের এইচএসসি শিক্ষার্থী ছিল। শাম্মী পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থেকে লেখা-পড়া করত। সে একা একটি রুমে থাকতো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুম্মদ তাজাম্মুল হক সাংবাদিকদের বলেন, রবিবার (২৬ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এ ঘটনা শুনতে পাই। শোনা মাত্রই সূত্রাপুর থানায় গিয়ে পুলিশকে জানায়। প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্ক চলছিলো।
এদিকে সে নিজ হাতে চিরকুট লিখে রেখেছে আমার জন্য কেউ দায়ী নয়।আত্মহত্যার নেপথ্যের আসল ঘটনা জানা যায়নি। তবে কেউ যদি অপরাধী হয় তার বিচার নিশ্চিত করার জন্য পুলিশ মরদেহটি হাসপাতালে পাঠিয়েছেন। ময়না তদন্ত শেষে বিকেলে তার মরাদেহ গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামে নেওয়া হয়েছে।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here