চৌগাছায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

0
65

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় এক শিশুকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে সুরত আলী (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিশুটি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।সোমবার (২৭ জানুয়ারি) রাতে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে চৌগাছা থানায় এই মামলা দায়ের করেন।
মামলার পরে শিশুটিকে পুলিশ হেফাজতে রেখে পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান চৌগাছা থানার ওসি আনেয়ার হোসেন। এর আগে ২৫ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুরত আলী মির্জাপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ঘটনার দিন বেলা ১২ টার দিকে বাড়ির পাশে ফুল কুড়াতে যায়। এসময় সুরত আলী তাকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের মাঠে নিয়ে যায়। মাঠের একটি ঝোপের আড়াালে নিয়ে মুখ চেপে ধরে পরনের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি ডাক চিৎকার করলে এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে সুরত আলী তাকে ছেড়ে দেয়।
এতে শিশুটি আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ করতে থাকে। রাতে ঘুমের মধ্যেও নির্যাতিত শিশুটি ভয়ে চিৎকার দেয় এবং অস্বাভাবিক আচরণ করে। পরে জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে ঘটনা স্বীকার করে।
পরেরদিন বিষয়টি এলাকায় জানাজানি হলে, স্থানীয়রা ২৭ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শালিস বিচারে বসে। স্থানীয় বিচারে সুরত আলীকে ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। এদিকে সুরত আলীর মেডিকেল পড়ুয়া ছেলে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করে তার পিতাকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ফোন পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে অভিযুক্ত সুরত আলী পালিয়ে যায়।
এসময় পুলিশ প্রকৃত ঘটনা জানতে পেরে নির্যাতিত শিশুটির পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। ওই রাতেই থানায় উপস্থিত হয়ে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে যশোরের এ এসপি জুয়েল ইমরান নির্যাতিত শিশুটির পরিবারের সাথে দেখা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here