যশোরে বর্ধিত ভ্যাট কর প্রত্যাহারের দাবিতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ স্মারকলিপি

0
172

যশোর অফিস : কৃষি উৎপাদনে ন্যায্য মূল্যে চাহিদা ও সময়মতো বিএডিসির মাধ্যমে নির্ভেজাল সার, কীটনাশক ও সেচের পানি দেওয়া, ধান আলু সবজিসহ ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে হবে ও বাজার সেন্ডিকেট ভেঙে কৃষক ভোক্তা বাজার সমবয় গড়ে তুলা,আলুসহ সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরি, কৃষক খেতমজুরসহ গ্রাম শহরের শ্রমজীবী মানুষকে স্বল্প মূল্যে রেশন দেওয়া, ভূমিহীন ও বর্গা কৃষকসহ প্রকৃত উৎপাদক কৃষককে কৃষি কার্ড দেওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে বর্ধিত ভ্যাট কর প্রত্যাহারের দাবিতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের দেশ ব্যাপী বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসাবে আজ ২৯ জানুয়ারী দুপুর ১ টায় যশোর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, জেলা নেতা শাহাবুদ্দিন আহম্মেদ বাটুল, সোহরাব হোসেন সবর, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সহ সভাপতি এড আমিনুর রহমান হিরু ও প্রকৌশলী আবু হাসান, সমাজতান্ত্রিক কৃষক ক্ষেতমজুর ফ্রন্টের জেলা আহ্বায়ক শাহজান আলী, আক্কাস আলী, সমাজতান্ত্রিক কৃষক খেতমজুর ফ্রন্টের দিলীপ ঘোষ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here