শার্শার গোগা সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ড জুয়েলারীসহ পাচারকারী আটক

0
132

শহিদুল ইসলাম।। যশোরের শার্শা থেকে ডায়মন্ডের আংটি ৭ পিচ পায়েল ২ পিচ ব্যাচলেট ১ পিচ বালা ৩ পিচ নাঁকফুল ১২ পিচ ও ১ টি ব্যাটারি চালিত ভ্যানসহ হাফিজুর রহমান(৫৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট সীমন্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হাফিজুর একই গ্রামের মৃত শাহাদত মোড়লের ছেলে ।
বিজিবি জানায়,ভারত থেকে বাংলাদেশে ডায়মন্ড পাচার হবে এমন গোপন খবরে,উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভূলাট সীমান্তের বদিপাড়া রাস্তার পার্শ্বে অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত ভ্যানসহ চালককে আটক করা হয়।পরে তল্লাশী করে তার শরীরের কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ২১০ গ্রাম ওজনের ডায়মন্ডের ৭ টি আংটি ,২টি পায়েল ,১টি ব্যাচলেট ,৩টি হাতের বালা,১২ টি নাকফুল উদ্ধার করা হয়।যার সিজার মূল্য ৯,৬০,৪৫,০৭০/- (নয় কোটি ষাট লক্ষ পঁয়তাল্লিশ হাজার সত্তর)টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ডায়মন্ড জুয়েলারী যশোর ট্রেজারী অফিস জমা ও আটক আসামীকে ভ্যানসহ শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here