স্টাফ রিপোর্টারঃ মাগুরাতে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন ১ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়।
মাগুরা সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন যে, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ ও দায়িত্বশীলভাবে সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষকগণ, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষনার্থীগণ।















